বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পরিবার পরিকল্পনা শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, অপরিহার্য মানবাধিকার

কালের কণ্ঠ মেরী স্টোপস গোলটেবিল

নিজস্ব প্রতিবেদক

পরিবার পরিকল্পনা এখন আর শুধু জন্মনিয়ন্ত্রণ-সংক্রান্ত কিছু উপকরণ নয়, বরং অপরিহার্য এক মানবাধিকার। পরিবার পরিকল্পনা এখন আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির সূচকের চালিকাশক্তি হয়ে উঠেছে, যাকে অবহেলা কিংবা উপেক্ষা করার সুযোগ নেই। কালের কণ্ঠ ও মেরী স্টোপস বাংলাদেশের নিরাপদ প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এমন অভিমত তুলে ধরেছেন বক্তারা। আয়োজনে সহায়তা করে নেদারল্যান্ডস অ্যাম্বাসি, সুশীলন, ফুলকি ও বিএপিএসএ। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের কনফারেন্স কক্ষে এ গোলটেবিলের আয়োজন করা হয়। আলোচনার সঞ্চালক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, ‘জনসংখ্যার ভারে আমরা অনেকটাই আক্রান্ত হয়ে আছি। পরিবার পরিকল্পনা কার্যক্রমের কারণে গত ৪৭ বছরে অনেক কিছু অর্জিত হয়েছে।’ প্রধান অতিথি অতিরিক্ত সচিব ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। বিশ্বে মোট প্রজনন হার বা টিএফআর ২.৭। কিন্তু আমাদের ২.২৩ শতাংশ। কাজেই বিশ্বের গড়ের চেয়েও আমরা ভালো অবস্থানে রয়েছি। পরিবার পরিকল্পনার বিষয়ে এখন মানুষ অনেক  বেশি সচেতন।’ শুভেচ্ছা বক্তব্যে কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘জনসংখ্যা আমাদের দেশের একটি বড় সম্পদ আবার বড় বোঝাও। নিম্ন বা নিম্নবিত্ত মানুষের মধ্যে জনসংখ্যার চাপটা বেশি।’ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী, লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ মঈনুদ্দীন আহম্মেদ ও পরিচালক ডা. মোহাম্মদ শরীফ প্রমুখ।

সর্বশেষ খবর