বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
পিআইবির কর্মশালা

নির্বাচনের পর কার্যকর সংসদ পাওয়ার প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় নির্বাচনের পরে একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ গঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বক্তারা। তারা বলেছেন, সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ও বিষয়ভিত্তিকভাবে অভিজ্ঞ করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই সংসদ রিপোর্টারদের প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত পড়ালেখার চর্চা চালিয়ে যেতে হবে। গতকাল বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটে আয়োজিত সংসদবিষয়ক রিপোর্টিংয়ের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে তারা এ কথা বলেন। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, গাজী মিডিয়ার চিফ এডিটর সৈয়দ ইশতিয়াক রেজা, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী ও যুগ্ম-সম্পাদক নিখিল ভদ্র, পিআইবির পরিচালক (প্রশিক্ষণ) আনোয়ারা বেগম ও প্রশিক্ষক শাহ আলম সৈকত এবং প্রশিক্ষণার্থী কাজী সোহাগ ও তাপসী রাবেয়া আঁখি। প্রশিক্ষণে ৩৫ জন রিপোর্টার অংশগ্রহণ করেন। সংসদ রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, এখানে শেখার কোনো অন্ত নেই। এ জন্য পার্লামেন্টের রুলস অব বিজনেস সম্পর্কে বিশেষ ধারণা থাকতে হবে। তিনি বলেন, যদিও বর্তমান পার্লামেন্ট আগের মতো অতটা প্রাণবন্ত নয়।

সর্বশেষ খবর