বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে বক্তারা

আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনে আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা বলেছেন, ছাত্রসমাজের আন্দোলন ভূমিকম্পের মতো। ভূমিকম্পের যেমন উৎপত্তি, মাত্রা আগে থেকে আন্দাজ করা যায় না তেমন ছাত্রসমাজের আন্দোলনও। গতকাল ক্রাইম রিপোর্টার্স অব বাংলাদেশ-ক্র্যাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, আটক ছাত্রদের ঈদের আগে নিঃশর্ত মুক্তি না দিলে এ ঈদ হবে ছাত্রসমাজের জন্য শোকের। ছাত্রসমাজ কখনো কোটা বাতিল চায়নি। পাঁচ দফার ভিত্তিতে আমরা কোটার যৌক্তিক সংস্কার চেয়েছি। আন্দোলনকারী শিক্ষার্থীরা শঙ্কায় দিনাতিপাত করছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা খুবই অনিরাপদ। বিশ্ববিদ্যালয়ে যেতে পারি না। ক্লাস করতে পারি না। সেখানে যাওয়ার মতো স্বাভাবিক পরিবেশ নেই। আমরা শঙ্কা করছি, যে কোনো সময় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা গ্রেফতার, আটক হতে পারেন।

কোটা ১০ শতাংশে নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন রয়েছে। ছাত্রসমাজ মনে করে কোটা সমস্যা সমাধানে বার বার কোর্টের পর্যবেক্ষণকে অজুহাত হিসেবে সামনে আনার বিষয়টি কেবল একটি কাল ক্ষেপণের পন্থা মাত্র। তিনি বলেন, মানুষের সুবিধা ও স্বার্থের জন্যই আইন তৈরি করা হয়। ইতিমধ্যে ৩১ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছে ছাত্রসমাজ। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে ছাত্রসমাজ ফের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ছাত্রনেতারা আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, ছাত্রদের ওপর হামলাকারীদের শাস্তি, পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের প্রজ্ঞাপন দাবি করেন। কোটা সংস্কারের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করছি, সরকার আমাদের দাবিগুলো বিবেচনা করবেন।

সর্বশেষ খবর