বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধু হত্যায় দেশের অগ্রযাত্রা থেমে যায়

———— সেলিমা আহমাদ

কুমিল্লা প্রতিনিধি

বঙ্গবন্ধু হত্যায় দেশের অগ্রযাত্রা থেমে যায়

কুমিল্লার হোমনায় শোক দিবসে খাবার বিতরণ করেন নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মেরী —বাংলাদেশ প্রতিদিন

নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মেরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। তাকে হত্যার পর দেশের অগ্রযাত্রা থেমে যায়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশ গড়ার কাজে হাত দিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার হাতকে শক্তিশালী করতে হবে। গতকাল জেলার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীর আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন, হোমনা পৌরসভা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শিল্পকলা একাডেমিতে ইউএনও খান মো. নাজমুস শোয়েবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন হোমনা তিতাস আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মেরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, ওসি রসুল আহমদ নিজামী, বিআরডিবি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মহসীন সরকার, যুবলীগ আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান টিপু, ছাত্রলীগ আহ্বায়ক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর