শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার বিকাশে সমন্বয় জরুরি

——————————— পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত ও গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। শিক্ষার বিকাশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সমন্বয় সাধন অতীব জরুরি। আধুনিক ও ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। গতকাল বেলা সাড়ে ১১টায় চিরিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল। এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন, সাড়ে ১০টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন, উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনকে ১ লাখ ২৫ হাজার টাকা অনুদান ও সমবায় অফিসের ব্যবস্থাপনায় ৩৪ লাখ টাকার ঋণের চেক, যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে ৪ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ ও পল্লীবিদ্যুৎ বিভাগের আওতায় ২৩০০ বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ উদ্বোধন করেন। সমাবেশে বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস শাহিন আলী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আবদুল ওয়াহাব, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আয়ুবর রহমান শাহ, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায় প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুনমাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর