শিরোনাম
শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পাচারের ১৯ মাস পর কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পাচারের ১৯ মাস পর ভারতের গুজরাট থেকে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়। খুলনার হরিণটানা থানার হোগলাডাঙ্গা থেকে মেয়েটিকে ভারতে পাচার করা হয়।

গতকাল সংবাদ সম্মেলনে কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির এসব কথা জানান। তিনি বলেন, মেয়েটিকে তার খালু ইসমাইল সরদার কৌশলে ভারতে পাচার করে দেয়। সেখানে মেয়েটিকে নানা ধরনের নির্যাতন করা হয়। পরে ভারত  থেকে মেয়েটি মোবাইল ফোনে তার মা হাসি বেগমের সঙ্গে যোগাযোগ করে। এ ঘটনায় হাসি বেগম কেএমপি কার্যালয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলে পুলিশ মেয়েটিকে উদ্ধারে পদক্ষেপ নেয়। পাচারের ঘটনায় গুজরাটে পাচারকারী চক্রের ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে গুজরাট পুলিশ। এছাড়া খুলনায় পাচারকারী ইসমাইল সরদারসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর