শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্য যাচ্ছেন ৬০ মেধাবী

নিজস্ব প্রতিবেদক

সারা দেশ থেকে ৬০ জন মেধাবী কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্য যাচ্ছেন। এক মাসের মধ্যেই তারা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন।

২০১৮-১৯ সেশনে বৃত্তিপ্রাপ্ত ও ফেলোদের নিয়ে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) পক্ষে সম্প্রতি ব্রিফ অধিবেশনের আয়োজনে করে ব্রিটিশ কাউন্সিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মিলনায়তনে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। কমনওয়েলথ অ্যালামনাইরা দেশ ও দেশের বাইরে অবদান রাখছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার প্রত্যাশা এই তরুণ-তরুণীরা ইতিবাচকভাবেই দেশের প্রতিনিধিত্ব করবেন।’ অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ও উচ্চশিক্ষা প্রধান (সিএসএফপি) তৌহিদুর রহমান। অধিবেশনে ১০ জন কমনওয়েলথ অ্যালামনাই উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর