শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
৯২ কোটি টাকা আত্মসাৎ

খুলনায় ৩ ব্যাংক কর্মকর্তার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ৯২ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের ৩ সিনিয়র কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে খুলনার মুখ্য মহানগর আদালতে তারা জামিনের আবেদন করেন। এর আগে ৬ আগস্ট ঢাকার সেগুনবাগিচা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিরা হচ্ছেন-সোনালী ব্যাংকের প্রাক্তন সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল, সোনালী ব্যাংক দৌলতপুর শাখার প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুহুল আমিন ও খুলনা প্রিন্সিপ্যাল অফিসের বর্তমান সহকারী মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম। দুদকের পিপি আইনজীবী খন্দকার মজিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, ২০০৮ সালে সোনালী ব্যাংকের দৌলতপুর শাখা থেকে পাট কোম্পানি মেসার্স ইস্টার্ন ট্রেডার্স ৪৯ কোটি ৬২ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। পরে ওই টাকা সুদে আসলে প্রায় ৯২ কোটি ৬৩ লাখ টাকা হয়। তদন্তে পাট কেনার নামে ব্যাংক কর্মকর্তা ও ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। ২০১৭ সালে দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর