শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় ঈদের ছুটির আমেজ শুরু

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদ আসতে আরও তিন দিন বাকি। তবে ঢাকায় এর মধ্যেই ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ছুটি পেয়ে অনেকেই ঢাকা ছেড়েছেন। নিজ গ্রামে আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ উৎসবে যোগ দিতে গতকাল বাস, ট্রেন, লঞ্চ, বিমানে ছিল যাত্রীদের ব্যাপক চাপ। এ বছর ঈদুল আজহায় শুক্র-শনি মিলিয়ে সরকারি ছুটি পাঁচ দিন। তবে এই পাঁচ দিনের সঙ্গে আরও চার দিন যোগ হয়েছে কারও কারও বেলায়। ফলে অনেকেই নয় দিন ছুটি কাটাবেন। ইতিমধ্যে রাজধানীর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে। জানা গেছে, ঈদের ছুটিতে নাগরিকরা রাজধানী ছাড়তে শুরু করেছে ১৪ আগস্ট থেকে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছিল বুধবার। সরকারি ছুটির দিনের পরের দিন বৃহস্পতিবার হওয়ায় অনেকে ছুটি নিয়েছেন। ফলে শিক্ষার্থীদের অধিকাংশ ঢাকা ছেড়েছেন। তবে চাকরিজীবীদের জন্য ছুটি শুরু হয়েছে পরের দুই দিন শুক্র-শনিবার সাধারণ ছুটির দিন হওয়ায়। রবি-সোমবার অনেকেই আবেদন করে ছুটি নিয়েছেন বা পরিবার, স্বজন পাঠিয়ে দিয়েছেন গ্রামে। এতে অনেকেই টানা নয় দিনের ছুটি কাটাবেন। অফিস শুরু হবে ২৬ আগস্ট থেকে।

সর্বশেষ খবর