সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নির্বাচনে না এলে ৩০০ আসনে লড়বে জাপা : এরশাদ

কুড়িগ্রাম প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে না আসে তা হলে ৩০০ আসনে আওয়ামী লীগের বিপক্ষে লড়বে জাতীয় পার্টি।’ তবে তিনি উল্লেখ করেন, ‘আমি জোটে আছি, সরকারের সঙ্গে আছি।’

গতকাল সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এরশাদ আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন হলে আমাদের নির্বাচন করার প্রস্তুতি রয়েছে। নির্বাচনের আগে যে মিনি কেবিনেট গঠন করা হবে, সেখানে জাতীয় পার্টিও থাকবে। তবে কাকে সেই মন্ত্রিসভায় নেওয়া হবে তা এখনো ঠিক করা হয়নি। তিনি বলেন, কুড়িগ্রাম আমার জন্মস্থান, এখানে কোনোবারেই আমি নির্বাচনে হারিনি। আগামীতেও ভালো কাউকে দেখে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে। পবিত্র ঈদুল আজহা উদযাপন ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে ৫ দিনের সফরের ২য় দিনে তিনি কুড়িগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন বিষয় নিয়ে দলীয় ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, বিএনপির শাসনামলে বিনা অপরাধে কোনো চার্জশিট ছাড়াই আমাকে ৬ বছর জেল খাটতে হয়েছে। তারা আমার স্ত্রী-সন্তানকেও জেল খাটিয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য ডা. আক্কাছ আলী সরকার, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুস সালাম, নীলফামারীর এমপি শওকত আলী চৌধুরী, জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম রেজা প্রমুখ। দুপুরে এরশাদ তাঁর কূটনৈতিক উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ও মেজর (অব.) আশরাফুদ্দৌলা তাজের বাড়ির (চিলমারী) উদ্দেশে যাত্রা করেন।

সর্বশেষ খবর