সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সেপ্টেম্বরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তায়। গতকাল দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা জানান।

তিনি বলেন, ৫০৭ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশে থাকবে ছয়টি থানা। এগুলো হলো কোতোয়ালি, হাজিরহাট, পরশুরাম, তাজহাট, মাহিগঞ্জ ও হারাগাছ। অবকাঠামো ভাড়া নিয়ে মেট্রোপলিটন পুলিশ লাইন্স চালু হয়েছে। নগরের ধাপ পুলিশ ফাঁড়িতে করা হয়েছে পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনারের কার্যালয়। ইতিমধ্যে দুজন উপ-পুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। অন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। যেসব থানায় পুলিশ ফাঁড়ি আছে সেখানে থানার কার্যক্রম চালানো হবে। অন্য থানাগুলো চলবে ভাড়া বাড়িতে। নতুন মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা চান আরএমপি কমিশনার। এ সময় উপ পুলিশ কমিশনার আবু সুফিয়ান ও মহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর