সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভোটের ফল অনূকুলে নিতেই ইভিএম চিন্তা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনের ফলাফল ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুকূলে নিতেই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘ইভিএম মানেই ত্রুটিযুক্ত নির্বাচন। ইভিএম দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইভিএমে সাধারণ মানুষের আস্থা নেই। এ মেশিন দ্বারা ডিজিটাল কারচুপি হওয়া সম্ভব। আগামী নির্বাচনে কারচুপির মাধ্যমে জনবিচ্ছিন্ন আওয়ামী সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্যে বিতর্কিত ইভিএম ব্যবহারের পাঁয়তারা করছে নির্বাচন কমিশন।’ সংবাদ সম্মেলনে রিজভী আহমেদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূইয়া, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, পেশাজীবী সংগঠন ইভিএমের বিপক্ষে মত দিয়েছে। এমনকি প্রধান নির্বাচন কমিশনারও একাধিকবার বলেছেন সবাই না চাইলে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তির গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে বক্তব্য জনগণের কাছে অঙ্গীকারনামার মতো বিবেচিত হয়। কিন্তু প্রতিশ্রুতির বক্তব্য থেকে সরে গিয়ে সিইসি বিপুল টাকার অংকে দেড় লাখ ইভিএম মেশিন ক্রয় করার উদ্যোগ নিচ্ছেন। কমিশনের সচিব গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন করে ইভিএম ব্যবহারের বিধান অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছেন। এটাও সম্পূর্ণভাবে  জনগণের সঙ্গে প্রতারণা।’

সর্বশেষ খবর