মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিবাহিত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতারাও ছাত্রদলের কমিটিতে

বরিশালে পদবঞ্চিতদের বিক্ষোভ আগুন

রাহাত খান, বরিশাল

বিবাহিত, মাদক ব্যবসায়ী, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং অছাত্রদের দিয়ে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। দীর্ঘ ৭ বছরের পুরনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ছাত্রদল সভাপতি রাজিব আহসান এবং মো. আকরামুল হাসান রবিবার রাতে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক (সুপার ফাইভ) কমিটি ঘোষণা করেন। এদিকে ঘোষিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের স্থান হয়নি দাবি করে ওই ‘পকেট কমিটি’ বাতিল করে যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা। তারা বরিশালে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেছে। জানা গেছে, জেলায় সভাপতি হিসেবে স্থান পাওয়া মিঠু রিয়েল স্টেট ব্যবসায়ী ও বিবাহিত। তিনি বিএনপি কর্মী হেলালের হাত কেটে ফেলা মামলার অন্যতম আসামি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস মিঠু এখন কোনো প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র নন। এই কমিটির সিনিয়র সহসভাপতি তারেক-আল ইমরান বিবাহিত এবং বিদায়ী সিটি মেয়র আহসান হাবিব কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। জেলা ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক কামরুল আহসানকে দলের অনেকেই চেনেন না। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানের একমাত্র যোগ্যতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের ‘মোটর সাইকেল চালক’।  জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ত্যাগী ও পরীক্ষিত নেতা বিএম কলেজ থেকে স্নাতকোত্তর পাস এবং এলএলবির ছাত্র সোহেল রাড়িকে। যোগ্য মূল্যায়ন না হওয়ায় এই কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। মহানগর ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রেজাউল করিম রনি ছাত্রদল নেতা রাফসান আহম্মেদ জিতু হত্যা মামলার অন্যতম আসামি। দুই বছর আগে বিয়ে করেছেন রনি। মহানগরীর নতুন সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম তরিক এক কেন্দ্রীয় বিএনপি নেতার ব্যবসায়িক কোম্পানির কর্মচারী। মহানগর ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক হুমাউন কবির নগরীর ভোটার নন। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা এবং সেবনের অভিযোগ রয়েছে বলে দাবি তার দলের অনেকের।

ছাত্রদলের নতুন দুই কমিটিতে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক তছলিমকে নিয়ে। ২০০৯ সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের পর অনেক ধারালো অস্ত্রসহ আটক ১১ ছাত্রলীগ নেতা-কর্মীর মধ্যে তছলিম ছিল অন্যতম। ওই সময় একটি জাতীয় দৈনিকে উদ্ধারকৃত অস্ত্র সামনে রেখে তছলিমসহ ১১জনের ছবি ছাপা হয়েছিল। বরিশালেও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচীতে একাধিকবার ঝামেলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একজন সংখ্যালঘু নারীকে বিয়ে করলেও গত ১ মাস আগে স্ত্রী তাকে ত্যাগ করে চলে যায় বলে জানিয়েছেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের পদ বঞ্চিত নেতা-কর্মীরা। সদ্য বিদায়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন অভিযোগ করে বলেছেন, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসান আগামীতে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে দলের মনোনয়ন চাইছেন। যে কারণে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের অনুসারীদের নিয়ে এই ‘পকেট কমিটি’ অনুমোদন দিয়েছেন। ছাত্রদলের নতুন কমিটিতে মামলা ও জেল-জুলমের শিকার ত্যাগী, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিতদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন। নতুন সম্ভাব্য কমিটিতে যোগ্যদের মূল্যায়নের দাবিতে গত শনিবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্রদল নেতা-কর্মীরা। এরই মধ্যে গত রবিবার রাতে মাহফুজুল আলম মিঠুকে সভাপতি, তারেক আল-ইমরানকে সিনিয়র সহসভাপতি, কামরুল আহসানকে সাধারণ সম্পাদক, তৌফিকুল ইসলাম ইমরানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সোহেল রাড়িকে সাংগঠনিক সম্পাদক করে জেলা ছাত্রদলের সুপার ফাইভ কমিটি গঠন করা হয়। এ ছাড়া রেজাউল করিম রনিকে সভাপতি, তারিকুল ইসলাম তারিককে সিনিয়র সহসভাপতি, হুমাউন কবিরকে সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান তানজিলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং এনামুল হক তছলিমকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। সার্বিক বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং ছাত্রদলের বিদায়ী নেতাদের মতামত নিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে। বয়সের কারণে যোগ্য অনেকেই বাদ পড়তে পারেন। এ নিয়ে কিছুটা ক্ষোভ অন্তোষ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সর্বশেষ খবর