শিরোনাম
মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নোটিস ছাড়াই গ্র্যান্ড প্যালেস ভেঙেছে রংপুর সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

রংপুরের গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো নোটিস ছাড়াই সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ক্ষমতার অপব্যবহার করে পাঁচতারকা এই হোটেলের সামনের কিছু অংশ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। এর মাধ্যমে মেয়র তার শপথ ভঙ্গ করেছেন। প্রয়োজনে আইনি লড়াইয়ে যাব আমরা। গতকাল রাজধানীর কাকরাইলে এসএ পয়েন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। লিখিত বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধু বুলডোজার দিয়ে ভেঙেই ক্ষান্ত থাকেননি তিনি। তার অনভিপ্রেত অপকর্ম আড়ালের জন্য ড্রেন পরিষ্কারের নামে হোটেলের সামনে ময়লা-আবর্জনার স্তূপ রেখেছেন। হোটেলের সামনের অংশে মাপঝোঁখ করে দাগ দিয়ে যান এবং এক-দুই ইঞ্চি জায়গা সিটি করপোরেশনের বলে দাবি করেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি। এই জমি পুরোপুরি নিষ্কণ্টক এবং অনুমোদিত নকশা মেনেই করা হয়েছে। সিটি করপোরেশনের বিন্দু পরিমাণ জমিতেও কোনো স্থাপনা করা হয়নি বলে চ্যালেঞ্জ করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, হোটেলকে কেন্দ্র করে রংপুরবাসীর কর্মসংস্থান হয়েছে। পর্যটনে ভূমিকা রাখছে। সরকারও রাজস্ব পাচ্ছে। আমরা হয়রানি থেকে রেহাই চাই। নতুবা আইনি প্রক্রিয়ায় যেতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গ্র্যান্ড প্যালেস হোটেলের উপদেষ্টা হুমায়ুন কবীর, পরিচালক নূরে আলম রুবেল, এসএ গ্রুপের প্রধান সমন্বয়ক হাসান মঞ্জুর, পরিচালক শামসুল আলম প্রান্ত প্রমুখ।

সর্বশেষ খবর