শনিবার, ২৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন —বাংলাদেশ প্রতিদিন

পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি প্লাস্টিকের গোডাউনসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি। বৃহস্পতিবার রাত ১১টায় লালবাগের ইসলামবাগে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক জানান, কেমিকেল কারখানার জন্যই আগুন ছড়িয়ে পড়ে। এসব অবৈধ কারখানার মালিকদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে হবে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান,         অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জানা যায়, ইসলামবাগের আলীর ঘাট এলাকায় প্লাস্টিক গোডাউনে আগুন লাগার পর দ্রুত সেই আগুন ছড়িয়ে যায় অন্য প্লাস্টিক কারখানায়। মুহূর্তে কয়েকটি দোকান পুড়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।

সর্বশেষ খবর