শনিবার, ২৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এবার ধরা খেলেন সেই দম্পতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সবুজ মিয়া ও আসমা বেগম দম্পতি। সারা দেশে ঘুরে ঘুরে শিকার খোঁজাই তাদের নেশা। তারা আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে সুযোগ বুঝে হোটেলকর্মীদের বিরুদ্ধে তোলেন ধর্ষণ কিংবা চুরির মিথ্যা অভিযোগ। পরে দাবি করেন টাকা। চাহিদা মতো টাকা না দিলে থানায় ঠুকে দেন মামলা। গত তেরো বছরে অভিন্ন কায়দায় সারা দেশে কয়েক শ প্রতারণা করেছেন এ দম্পতি।  চট্টগ্রামে একই ঘটনা ঘটাতে গিয়ে উল্টো ফাঁদে পড়েছেন তারা। শেষ পর্যন্ত তাদের ঠিকানা হয়েছে শ্রীঘর। বুধবার রাতে এ ‘প্রতারক’ দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বুধবার রাতে সবুজ ও আসমা লালদীঘির পাড়ে একটি হোটেলে রুম ভাড়া নেয়। সকালে তারা হোটেল থেকে বের হয়ে রুমে ফিরে এক হোটেল বয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন। তখন তারা ১০ হাজার টাকা দাবি করে ওই বয়কে মারধরের চেষ্টা করে। হোটেল কর্তৃপক্ষ টাকা দিতে রাজি না হওয়ায় পুলিশ ডেকে আনেন। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেন। ওসি মহসীন বলেন, ‘২০০৫ সাল থেকে তারা এ ধরনের প্রতারণা করে আসছে। এভাবে তারা ঢাকা, বাগেরহাট, নেত্রকোনা ও রাঙামাটিতে কয়েকটি মামলা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ পর্যন্ত১ তাদের দায়ের করা ১০টি মামলার অস্তিত্ব পেয়েছে পুলিশ।’

সর্বশেষ খবর