সোমবার, ২৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় ‘আজব ভালোবাসা’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘আজব ভালোবাসা’

ঈদের ছুটির পর নাটকপাড়া এখন ফের জমজমাট। ঈদুল আজহার ছুটি শেষে গতকাল শিল্পকলা একাডেমিতে নাটকের মঞ্চায়ন শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হলো থিয়েটারওয়ালা রেপার্টরি প্রযোজিত নাটক ‘জবর আজব ভালোবাসা’। আন্তন চেখভের ‘দ্য বিয়ার’ অবলম্বনে নাটকটির অনুবাদ করেছেন মোবারক হোসেন খান এবং রূপান্তর ও নির্দেশনায় ছিলেন সাইফ সুমন। প্রয়াত স্বামীর শোকে সারাক্ষণ বিলাপ করতে থাকা গৃহকর্ত্রী প্রভার ওপর ভীষণ বিরক্ত বাড়ির কেয়ারটেকার সবুর। সবুরের কাছে জীবন মানে খাও-দাও ফুর্তি কর। কিন্তু গৃহকর্ত্রী প্রভা মৃত স্বামীর শোকে এতটাই কাতর যে, সব কিছু ভুলে তিনি গৃহবন্দী জীবনযাপন করেন। বাসার বাইরে যাওয়া তো দূরের কথা, বাসায় কেউ এলে দেখা পর্যন্ত করেন না। একদিন সন্ধ্যায় কাঁটাবনের অ্যানিমেল ফুড ব্যবসায়ী নাভিদ বাসায় আসেন প্রভার সঙ্গে দেখা করতে। নাভিদ জানান, প্রভার       স্বামী তার দোকান থেকে নিয়মিত কুকুরের জন্য খাবার কিনত এবং বকেয়া বিল বাবদ তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাওনা আছে। প্রভা জানেন তার স্বামীর প্রচুর কুকুরপ্রীতি ছিল। তিনি জানান, টাকাটা শোধ করে দেবেন             কিন্তু তাকে দুদিন সময় দিতে হবে। নাভিদও নাছোড়বান্দা, তিনি টাকা না নিয়ে যাবেনই না। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। তিনটি চরিত্র নিয়ে বিন্যাস্ত এই নাটকটিতে অভিনয় করেছেন প্রাঙ্গণেমোর নাট্যদলের রামিজ রাজু, নাট্যকেন্দ্রের সঙ্গীতা চৌধুরী ও থিয়েটার আর্ট ইউনিটের সাইফ সুমন। আজ একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির আরও একটি মঞ্চায়ন।

ঈদ উৎসবে এই নাটকটির বিশেষ প্রদর্শনীর প্রচার সহযোগী হিসেবে রয়েছে সৃজনশীল তারুণ্যের প্লাটফর্ম ‘ক্ষ্যাপা’।

সর্বশেষ খবর