বুধবার, ২৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এমপিওভুক্তির সিদ্ধান্ত দারুল ইহসানের সনদধারীদের

নিজস্ব প্রতিবেদক

আদালতের রায়ে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের  বেসরকারি মাধ্যমিক-৩ শাখা গতকাল এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। আদেশের অনুলিপি মাউশি মহাপরিচালক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ছাড়াও সব শিক্ষা বোর্ডের  চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের প্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদ বা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আদেশে আরও বলা হয়, বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) গ্রহণ করবে। তথ্যমতে, সার্টিফিকেট বাণিজ্য, দেশের বিভিন্ন জেলায় দেদার শাখা খোলা, মালিকানা নিয়ে দ্বন্দ্বসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ২০০৬ সালে বন্ধ হয়ে যায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। স্থগিতাদেশ নিয়ে দশ বছর ক্যাম্পাস পরিচালনার পর চূড়ান্ত রায়ে ২০১৬ সালে এ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর