বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

ব্রিটিশ মন্ত্রী আলিস্টার বার্ড গতকাল সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া এলাকায় রোহিঙ্গাদের জন্য সদ্য নির্মিত ক্যাম্প ৪ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্যাম্পে আশ্রিত বেশ কয়েকজন রোহিঙ্গা নরনারীর সঙ্গে কথা বলেন। ক্যাম্পের চেয়ারম্যান আবদুর রশিদ জানান, ব্রিটিশ মন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের জন্য ক্যাম্পের আরও সম্প্রসারণের কথা বলেছেন। এবং রোহিঙ্গাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। বলেছেন এখানে আশ্রিত রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য এনজিওগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে মন্ত্রী ক্যাম্পে কর্মরত এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পৃথকভাবে নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সঙ্গে কথা বলে রাখাইনের বর্বরতার বিবরণ জানতে চান। ব্রিটিশ মন্ত্রী সেখানে প্রায় ৩ ঘণ্টা অবস্থানের পর কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

সর্বশেষ খবর