শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে ১১ কেজি সোনাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ১১ কেজি ১৩৬ গ্রাম সোনাসহ আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন— রেজাউল, ওলিয়ার, ওলিয়ার রহমান, ওহিদুল ইসলাম ও বিল্লাল হোসেন। র‌্যাব বলছে, আকাশপথে এই সোনাগুলো দেশে আনা হতো। পরে গ্রেফতারকৃতরা প্রতি সপ্তাহে ঢাকা থেকে দুই বার সোনা নিয়ে যশোর বেনাপোলে যেতেন। পরে তা ভারতে পাচার করা হতো। বিনিময়ে তারা ৭ হাজার টাকা পেতেন। গতকাল বিকালে  কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের জুতার ভিতর ৯৬টি সোনার বার পাওয়া যায়। চারজনের জুতার ভিতর ৮০টি এবং একজনের জুতার ভিতর ১৬টি বার ছিল। যার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, পুরান ঢাকা থেকে তারা সোনার বারগুলো নিয়ে বাসে বেনাপোলে যায়। একজন ফোন করে বললে তারা পুরান ঢাকায় যায়। সেখানে জুতা পরিবর্তন করে সোনার বার রাখা জুতাগুলো পরে চলে যায়। বেনাপোলেও কোনো একটি ঘরে তারা বারগুলো রেখে যায়। মূল হোতারা কখনই তাদের সাক্ষাৎ করতে আসে না। সোনার বারগুলো ভারতে পাচার করা হতো। র‌্যাব কর্মকর্তা বলেন, সোনার বারগুলোর গায়ে ইউএই, আল ইতিহাদ, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাম রয়েছে। বিল্লাল এবং ওলিয়ার রহমান সম্পর্কে শ্যালক-দুলাভাই। বিল্লালের বাড়ি যশোরের ঝিকরগাছায় এবং ওলিয়ার রহমানসহ বাকি চারজনের বাড়ি বেনাপোলে। ওলিয়ার রহমান দুই বছর এই চোরাচালানের ব্যবসা করলেও দুলাভাই বিল্লালসহ বাকিরা চার মাস এই চোরাচালানের সঙ্গে যুক্ত হয়েছেন।

সর্বশেষ খবর