বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এমপিওভুক্তির আদেশ স্থগিত দারুল ইহসানের সনদধারীদের

নিজস্ব প্রতিবেদক

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীদের এমপিওভুক্তির জন্য ব্যবস্থা নিতে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশ স্থগিত করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

আদেশে বলা হয়, গত ২৮ আগস্ট জারিকৃত আদেশটি (দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীদের এমপিওভুক্তি সংক্রান্ত) স্থগিত করা হলো। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিশ্ববিদ্যালয় নিয়ে সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অভিযোগ থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করে দারুল ইহসানের সার্টিফিকেটধারীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তথ্য মতে, সার্টিফিকেট বাণিজ্য, দেশের বিভিন্ন জেলায় শাখা খোলা, মালিকানা নিয়ে দ্বন্দ্বসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ২০০৬ সালে বন্ধ হয়ে যায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। স্থগিতাদেশ নিয়ে ১০ বছর ক্যাম্পাস পরিচালনার পর চূড়ান্ত রায়ে ২০১৬ সালে এ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর