বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিল্পী আবদুল জব্বারের মৃত্যুবার্ষিকী আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পী আবদুল জব্বারের মৃত্যুবার্ষিকী আজ

‘ওরে নীল দরিয়া, সালাম সালাম হাজার সালাম, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ কালজয়ী এসব গানের শিল্পী মোহাম্মদ আবদুল জব্বারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ২০ বছর বয়সে পাকিস্তান বেতারে তালিকাভুক্ত হন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত এই শিল্পী। ১৯৬২ সালে চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করা এ শিল্পীর কণ্ঠে ‘এতটুকু আশা’ ছবির ‘তুমি কি দেখেছ কভু’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ১৯৬৮ সালে। ২০০৬ সালের মার্চ জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি গানের তালিকায় স্থান করে নেয় শিল্পীর কণ্ঠের তিনটি গান। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত আবদুল জব্বারের সালাম সালাম হাজার সালাম, জয়বাংলা বাংলার জয়সহ অনেক উদ্বুদ্ধকরণ গান মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল। কলকাতাতে অবস্থিত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে গণসংগীত পরিবেশনকারী এ শিল্পী সে সময়ে স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে গান গেয়ে প্রাপ্ত ১২ লাখ রুপি দান করেছিলেন।

সর্বশেষ খবর