শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নিবন্ধন ছাড়া সার বিক্রি করলে ২ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন ছাড়া সার উৎপাদন, আমদানি, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি করলে দুই বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিলের রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল-২০১৮’-এর ওপর বিস্তারিত আলোচনা শেষে বিলের রিপোর্ট চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. মামুনুর রশীদ কিরণ ও মো. নূরুল ইসলাম ওমর অংশ নেন। কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর