শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কাল দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

কাল দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী শুরু

স্বাগতিক বাংলাদেশসহ ৬৮টি দেশের শিল্পীদের ৩৬৮টি পেইন্টিং, প্রিন্ট ও ফটোগ্রাফি, ৩৩টি ভাস্কর্য, ৫২টি ইলাস্ট্রেশন আর্ট নিয়ে কাল শনিবার শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে মাসব্যাপী দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর ১৮তম আসর। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রদর্শনীর আয়োজন করছে শিল্পকলা একাডেমি। বিকাল ৩টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট নয়টি পুরস্কার প্রদান করা হবে। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানান এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।

শহীদ আলতাফ মাহমুদ পদক পেলেন সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার : আলতাফ মাহমুদ পদক পেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার। গতকাল শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক প্রদান করা হয়।

সর্বশেষ খবর