শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ কামরুল ইসলাম সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী

আজ কামরুল ইসলাম সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার আন্তর্জাতিক খ্যাতিমান প্রকৌশলী মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকীর দশম মৃত্যুবার্ষিকী আজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী, সাবেক সচিব কামরুল ইসলাম সিদ্দিকী ২০০৮ সালের এই দিনে ইন্তেকাল করেন। এলজিইডি প্রতিষ্ঠার পাশাপাশি তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হিসেবেও কর্মদক্ষতার স্বাক্ষর রাখেন। এ ছাড়া রাজধানীর অবকাঠামো উন্নয়নে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) নির্বাহী পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একাত্তর-পরবর্তী সময়ে নিজস্ব ধ্যান-ধারণাকে বিশ্ব প্রেক্ষাপটের সঙ্গে সমন্বয় করে দেশ উপযোগী প্রযুক্তির মাধ্যমে গ্রামবাংলার যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো উন্নয়নে তিনি অক্লান্ত কাজ করেছেন। কর্মজীবনে তিনি অসংখ্য উন্নয়নমূলক কাজ, সমাজসেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর জন্য তাঁর পরিবার ও কিউআইএস মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে সাইফুল ইসলাম সিদ্দিকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর