Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩১ আগস্ট, ২০১৮ ২৩:০৯
চট্টগ্রামে আগুনে পুড়ল চার লবণ কারখানা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মাঝিরঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি লবণ কারখানা পুড়ে ছাই হয়েছে। গতকাল বিকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, সদরঘাটের স্ট্রান্ড রোডের মেসার্স সুমন সল্ট, জননী, তানভীর সল্টসহ চারটি লবণ কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু স্থানীয়ভাবে পানির উৎস না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। সন্ধ্যা সোয়া ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।

এই পাতার আরো খবর
up-arrow