শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমানবন্দরে যাত্রীর পেটে ৩৫ লাখ টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরে যাত্রীর পেটে ৩৫ লাখ টাকার সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে প্রায় ৩৫ লাখ টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত সোনার ওজন ৫৬৪ গ্রাম। এর মধ্যে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী সালাউদ্দিনের কাছ থেকে এসব পাওয়া যায়। গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ ছিল— দুবাই থেকে এক যাত্রী পায়ুপথে ৪টি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার নিয়ে ঢাকায় আসছে। এর ভিত্তিতে ওই যাত্রী বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করে বের হতে চাইলে তাকে আটক করে গোয়েন্দারা। প্রথমে তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ুপথে সোনা বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর বিশেষ কায়দায় তাকে ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে সোনাগুলো বের করা হয়। পরে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর