শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রজন্ম বাংলাদেশ নিয়ে মাঠে নামছেন মাহী

নিজস্ব প্রতিবেদক

প্রজন্ম বাংলাদেশ নামের সংগঠনের ব্যানারে তরুণদের নিয়ে মাঠে নামছেন বিকল্পধারার সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী। গতকাল বারিধারায় সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে নিজেকে সংগঠনের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেন মাহী বি চৌধুরী। তিনি বলেন, ২ সেপ্টেম্বর অহিংস রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে যাচ্ছে প্রজন্ম বাংলাদেশ।

মাহী বলেন, ২০১১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির জন্ম। এই প্রজন্ম বর্তমান রাজনীতিকে ঘৃণা করে। সুন্দর আগামীর লক্ষ্যে ২ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি দিয়ে রাজপথ কাঁপাতে আসছে তারা। দেশের তরুণরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, তা দেখতে পায়নি। সে জন্য তারা হতাশায় ভুগছে। তবে তাদের দ্বারাই দেশে গণতন্ত্র, সুস্থ ও ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অপার সম্ভাবনাময় এই তরণরাই এবার নেমে আসবে রাজপথে। তিনি বলেন, দেশের তরুণদের নিয়ে গড়া বিকল্পধারার সহযোগী সংগঠন হচ্ছে প্রজন্ম বাংলাদেশ। এর নেতা-কর্মীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এরা সবাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্বাধীন বাংলাদেশেই এদের প্রত্যেকের জন্ম।

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ পদ্ধতি আমি বিশ্বাস করি না। এতে আমার আস্থা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর