রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শুরু হয়নি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়নি। চলতি সপ্তাহে এই কার্যক্রম শুরু না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ পর্যন্ত সরকারি ছুটি থাকায় ডিলাররা ব্যাংকে টাকা জমা দিতে না পাড়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় খাদ্য বিভাগ। জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান জানান, গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে আজ রবিবার জন্মাষ্টমীর সরকারি ছুটি। ফলে টানা তিন দিন সরকারি ছুটি চলছে। কাল সোমবার কর্মদিবস শুরু হলে ডিলাররা ব্যাংকে টাকা জমা দিয়ে মঙ্গলবার চাল উত্তোলনের সুযোগ পাবেন। খাদ্য কর্মকর্তা মশিউর রহমান জানান, ১০ টাকা কেজি দরে চাল কেনার সুবিধার আওতায় বরিশাল জেলায় কার্ডধারী পরিবার আছে ১ লাখ ৬০ হাজার ৩৯২টি। জেলার ১০ উপজেলার ইউনিয়ন পর্যায়ে চাল বিক্রির জন্য নিযুক্ত ডিলার আছেন ২৮৫ জন। সদর উপজেলায় কার্ডধারী পরিবার ৩৬ হাজার ৫৪৯ জন ও ডিলার ৬৩, বাকেরগঞ্জ উপজেলায় কার্ডধারী পরিবার ২৯ হাজার ১৯০ ও ডিলার ৫১ জন, বাবুগঞ্জে কার্ডধারী পরিবার ৭ হাজার ৪৩০ ও ডিলার ১৩ জন, উজিরপুর উপজেলায় কার্ডধারী পরিবার ১১ হাজার ৬৩৪ জন ও ডিলার ২৩ জন, গৌরনদী উপজেলায় কার্ডধারী পরিবার ১০ হাজার ৪৪৯ ও ডিলার ১৪ জন, আগৈলঝাড়ায় কার্ডধারী পরিবার ৩ হাজার ৮৪০ ও ডিলার ১০ জন, মুলাদীতে কার্ডধারী পরিবার ১০ হাজার ১৬৩ ও ডিলার ২০, হিজলায় কার্ডধারী পরিবার ১৬ হাজার ৬১৩ ও ডিলার ৩৫ জন, মেহেন্দীগঞ্জে কার্ডধারী পরিবার ২৬ হাজার ৩৫৪ ও ডিলার ৪০ জন এবং বানারীপাড়ায় কার্ডধারী পরিবার ৮ হাজার ১৭০টি ও ডিলার ১৬ জন।

খাদ্য অধিদফতর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে রবিবার থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। ৫ জনের প্রতিটি পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবে। প্রতি রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ডিলাররা কার্ডধারীদের কাছে চাল বিক্রি করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর