শিরোনাম
রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুপার ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস ও পেপার মিলস

নিজস্ব প্রতিবেদক

সুপার ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস ও পেপার মিলস

বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানের হাতে সুপার ব্র্যান্ড পদক তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশে বিপণন করে এমন সেরা প্রতিষ্ঠানের পণ্য হিসেবে সুপার ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হলো বসুন্ধরা এলপি গ্যাস ও বসুন্ধরা পেপার মিলস। গতকাল রাজধানীর হোটেল রেডিসনে এক জমকালো অনুষ্ঠানে সুপার ব্র্যান্ড পদক গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। বসুন্ধরা গ্রুপের দুটি পণ্য দেশের সেরা ব্র্যান্ড পদক অর্জন করায় ইয়াশা সোবহান তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বসুন্ধরা পেপার বাংলাদেশে যখন যাত্রা করে তখন পুরোপুরি বিদেশনির্ভর ছিল এ দেশ। ১৯৯৩ সালে শুরু করে ২৫ বছরে বসুন্ধরা পেপার আজ দেশের মানুষের কাছে বিশ্বস্ত নাম। সুপার ব্র্যান্ড ২০১৮-প্রাপ্তি সেই স্বীকৃতি অর্জন; যার যোগ্যতা শুধু বসুন্ধরা পেপারই দাবি করতে পারে। এ অর্জন আমাদের ভোক্তা, শুভানুধ্যায়ী, ব্যবসায় পার্টনার সবার।’ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিআইডিএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের কাছ থেকে পদক গ্রহণ করেন ইয়াশা সোবহান। সুপার ব্র্যান্ড একটি গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন ও প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতি দুই বছরের জন্য এ পদক প্রদান করা হয়। ২০১৮-২০২০ সালের জন্য বাংলাদেশে বিপণন করা শীর্ষ ৩০টি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। পদক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নারী উদ্যোক্তা গীতিয়ারা সাফিয়া চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান প্রমুখ। সুপার ব্র্যান্ড পদক পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে— আবুল খায়ের স্টিল, এসিআই অ্যারোসল, এসিআই সল্ট, অ্যাপারেল সেক্টর, বাটা, বেক্সিমকো ফার্মা, বিআরবি কেবল, চ্যানেল আই, ডিবিএল গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, এলিট পেইন্ট, এনার্জিপ্যাক পাওয়ার, এপিলিয়ন গ্রুপ, গ্রামীণফোন, আইপিডিএস ফিন্যান্স, ম্যাটাডোর গ্রুপ, মেঘনা গ্রুপ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, প্যারাসুট অ্যাডভান্স, প্রাইড, রেডিও টুডে, রূপচাঁদা, শাহ সিমেন্ট, শান্তা হোল্ডিংস, স্বপ্ন, সিঙ্গার, ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার ও ডেইলি স্টার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর