সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স ৩৫ করার দাবি

সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স ৩৫ করার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে চাকরি প্রার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

৪০তম বিসিএস পরীক্ষার আগেই সাধারণ ছাত্রছাত্রীদের জন্য চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গতকাল জাতীয়  প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে চাকরি প্রত্যাশীরা বলেন, সরকারের বর্তমান মেয়াদে ও ৪০তম বিসিএস পরীক্ষার আগেই এ সুপারিশ বাস্তবায়ন করতে হবে। সরকার সাধারণ ছাত্রছাত্রীদের চাকরিতে আবেদনের বয়স ৩২ করতে চাচ্ছে। আমরা ৩২/৩৩ কোনোটাই মানব না। আমরা চাকরিতে আবেদনের বয়স ৩৫ চাই। তারা বলেন, নবম সংসদ নির্বাচনের আগেও চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাস্তবে তা এখনো করেনি। তাই নির্বাচনের আগেই এটা বাস্তবায়ন করতে হবে। সরকার যদি আমাদের দিকে না দেখে আমরা যাব কোথায়? কোন দিন চাকরি পাব, পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমরা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই, মেধা প্রমাণের সুযোগ চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ, সদস্য সবুজ ভূইয়া, কামরুন নাহার ঝুমা প্রমুখ।

সর্বশেষ খবর