সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ নির্বিকার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পুকুর ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খুন হন সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের নিজগ্রামের আবদুল মুমিন। এ ঘটনায় হত্যা মামলাও হয়। তবে পুলিশ আসামিদের গ্রেফতার না করায় বর্তমানে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এমন অভিযোগ করেছেন মুমিনের স্ত্রী সেলিনা আক্তার। একই সঙ্গে আসামিরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। গতকাল সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সেলিনা আক্তার। সংবাদ সম্মেলনে সেলিনা আক্তার বলেন, ‘পুকুর ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মার্চে প্রতিপক্ষের হামলার শিকার হন আবদুল মুমিন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ মার্চ ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় কাওছার আহমদ, ওয়েছ আহমদ, ছয়েফ আহমদ সাইফ, আবদুল কাদির, গুলজার হুসাইন, জুনেদ আহমদ, উবেদ আহমদ, লেইছ, সুলতান, মোসাদ্দিক, ফাহিম আহমদ, নজু মিয়া, মোস্তাক আহমদ, আক্তার, শামীম আহমদকে আসামি করে মামলা করতে চাই। কিন্তু জকিগঞ্জ থানার ওসি মাত্র সাতজন আসামির নামে মামলা নেন। তিনি বাকি আসামিদের অন্তর্ভুক্ত করার আশ্বাস দিলেও সেটি করেননি। পরে মুমিনের ভাই লেকু মিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিলেও পুলিশ এখনো তা দেয়নি।’

তিনি অভিযোগ করেন, পুলিশ আসামিদের গ্রেফতার না করায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। সেলিনা আক্তার তার নিজের ও সন্তানদের নিরাপত্তা দাবি করেন।

সর্বশেষ খবর