মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমান বাহিনীর টেকনিশিয়ানদের ওভারহোলিং করা যুদ্ধবিমান হস্তান্তর

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব টেকনিশিয়ান কর্তৃক বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান ওভারহোলিং শেষে ব্যবহারকারী ফ্লাইং স্কোয়াড্রনের কাছে হস্তান্তর অনুষ্ঠান গতকাল বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ কার্যক্রমের মাধ্যমে বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে এখন থেকে বিমান বাহিনী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার চীনা দূতাবাসের প্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।

সর্বশেষ খবর