মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভ্রমণকন্যাদের চোখে স্বনির্ভর বাংলাদেশ

রাহাত খান, বরিশাল

‘নারীর চোখে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ভ্রমণকন্যারা স্কুটিতে চেপে ঘুরে বেড়ালেন সারা দেশ, আর জানান দিলেন নিজের স্বাধীন সত্তার অস্তিত্ব। স্কুটিতে চেপে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে গেছেন ট্রাভেলেটস অব বাংলাদেশ— ভ্রমণকন্যাদের একটি দল। পঞ্চম ধাপে সাত দিনব্যাপী সফরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বাল্যবিয়ে, আত্মরক্ষা, খাদ্য ও পুষ্টি এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে মতবিনিময় করেছেন তারা। এর আগে ২৭ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে ট্রাভেলেটস অব বাংলাদেশ— ভ্রমণকন্যা আয়োজিত ইভেন্ট, কর্ণফুলী প্রেজেন্টস্ ‘নারীর চোখে বাংলাদেশ’-এর পঞ্চম ধাপের কর্মসূচির সূচনা হয়। ভ্রমণকন্যাদের দলটি পরদিন মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে দেশের সর্বদক্ষিণের পটুয়াখালী পৌঁছে পটুয়াখালী কালেক্টরেট বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করে। বুধবার বরগুনায় বরগুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করে। তারা তালতলির বৌদ্ধ মন্দির, বেতাগীর ঐতিহাসিক বিবিচিনি মসজিদসহ দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরে তারা পিরোজপুরের নেছারাবাদ, বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকার শাপলার বিল ঘুরে আসেন। ১ সেপ্টেম্বর বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রীদের সচেতনতা বাড়াতে তাদের সঙ্গে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বাল্যবিয়ে, আত্মরক্ষা, খাদ্য ও ?পুষ্টি এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে মতবিনিময় করেন। হালিমা খাতুন স্কুলে মতবিনিময় সভা শেষে ভ্রমণকন্যারা দুটি স্কুটিতে চেপে মাদারীপুরের উদ্দেশে রওনা হন। সেখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে ২ সেপ্টেম্বর শরীয়তপুর হয়ে ওইদিন সন্ধ্যায় ঢাকায় ফিরে যান। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পঞ্চম পর্বের সমাপ্তি করেন তারা। ভ্রমণকারী দলের নেতৃত্বে ছিলেন ট্রাভেলেটস অব বাংলাদেশ— ভ্রমণকন্যার অন্যতম প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক।

সর্বশেষ খবর