Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:১৯
জাতীয় ঐক্যের উদ্যোক্তারা এক মঞ্চে উঠছেন আজ
নিজস্ব প্রতিবেদক

আজ এক মঞ্চে উঠছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের উদ্যোক্তারা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিকাল ৪টায় নাগরিক ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দেবেন এসব নেতা। ‘ইভিএম বর্জন, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় যোগ দেবেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. দিলারা চৌধুরী, ঢাবি শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুলও এতে অংশ নেবেন। এদিকে এর পর ২২ সেপ্টেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘ঐক্য প্রক্রিয়া’ নামে এক অরাজনৈতিক ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানেও জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তারা অংশ নিতে পারেন বলে জানা গেছে।

এই পাতার আরো খবর
up-arrow