বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় টেক্সটেক এক্সপো শুরু ১২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ও ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো শুরু হচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক্সপোর বিস্তারিত জানানো হয়। আয়োজক সংস্থা আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড সেমস গ্লোবাল।

বক্তারা বলেন, বাংলাদেশে তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক প্রদর্শনীতে থাকছে টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় উৎপাদনের মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার। টেক্সটেক, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ডাই-ক্যাম একটি সিরিজ এক্সিবিশনও থাকবে। বিশ্বের ২৫টি দেশের প্রায় ১ হাজার ২৫০টি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫০০টি স্টলের অধিক এই প্রদর্শনীতে অংশ নেবে। সংবাদ সম্মেলনে সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, সেমস গ্লোবাল ইউএসএ-এর গ্রুপ সিইও এস এস সারোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর