বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাইফুর রহমানকে নামমাত্র স্মরণ!

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বিএনপি তাকে বলে ‘উন্নয়নের বরপুত্র’। সিলেট বিএনপিকে সংগঠিত করতে তিনি রেখেছিলেন স্মরণীয় অবদান। সেই সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী অনেকটা নীরবেই কেটে গেল। প্রয়াত এই অর্থ ও পরিকল্পনামন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে বড় কোনো আয়োজন ছিল না সিলেট বিএনপির।    

শুধু দোয়া মাহফিলের মাধ্যমে নামমাত্র স্মরণ করা হয়েছে তাকে। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান। তার ইচ্ছা অনুযায়ীই মৌলভীবাজারের বাহারমর্দনে কবর দেওয়া হয় তাকে। সাইফুর রহমান প্রয়াত হওয়ার পর প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা বা আলোচনা সভার আয়োজন করে সিলেট বিএনপি। সিলেট-১ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য সাইফুর রহমানকে ঘটা করেই স্মরণ করা হয়েছে বিভিন্ন সময়ে। তার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারাও যোগ দিতেন। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শুধু দোয়া মাহফিলেই সীমাবদ্ধ ছিল সিলেট বিএনপি। নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, ‘স্মরণসভা করা গেলে ভালো হতো। কিন্তু সামনে নির্বাচন, দলীয় নেত্রী কারাগারে, সব মিলিয়ে কঠিন সময়।’

সর্বশেষ খবর