শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় নিখোঁজ বিএনপির ৪ নেতা-কর্মী

অভিযোগ দলের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিএনপি-যুবদলের ৪ নেতা-কর্মী নিখোঁজ হয়েছেন। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ও ডিবি পুলিশের পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হলেও থানা পুলিশ বলছে তাদের আটক বা গ্রেফতার করেনি। পথেঘাটে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা, ছুরিকাঘাত, তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। পুলিশি কর্মকাণ্ডের মাধ্যমে সরকার বিএনপি নেতা-কর্মীদের মাঠ ছাড়া করতে চাইছে। আর ফাঁকা মাঠে এসে আওয়ামী লীগ নির্বাচন দিয়ে সরকার গঠনের পাঁয়তারা করছে। এমন হতে দেওয়া হবে না উল্লেখ করে গতকাল সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম আরও বলেন, বুধবার রাতে ডিবি পুলিশের পরিচয়ে সোনাতলা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ লিটনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা থেকে পুলিশ পরিচয়ে বিএনপির ৩ নেতা-কর্মীকে তুলে নিয়ে গেছে। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের তল্লাশি অভিযানের মুখে বিএনপির নেতা-কর্মীরা এখন বাড়ি ছাড়া। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক দলীয় নেতাকে ছুরিকাঘাত করেছে। শাজাহানপুর উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। জাতীয় নির্বাচনের তিন মাস আগে এসব পুলিশি কর্মকাণ্ডের মাধ্যমে সরকার বিএনপি নেতা-কর্মীদের মাঠ ছাড়া করতে চাচ্ছে। আর এই সুযোগে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরও একটি ভোট করতে চায়। তিনি পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করার পাশাপাশি সরকারদলীয় এজেন্ডা বাস্তবায়ন না করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, মুক্তিযোদ্ধা শোকরানা, আলী আজগর তালুকদার হেনা, রেজাউল করিম বাদশা, লাভলি রহমান, হাফিজুর রহমান, এমআর ইসলাম স্বাধীন, নাজমুল হুদা পপন, শহিদুন্নবী ছালাম, ডা. শাহ মো. শাহজাহান আলী, শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর