শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আহত ৫

অল্পের জন্য বেঁচে গেল গ্রিন লাইনের দুই শতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অল্পের জন্য বেঁচে গেল গ্রিন লাইনের দুই শতাধিক যাত্রী

ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে মেঘনার মিয়ারচর চ্যানেলে গতকাল দুর্ঘটনায় পড়ে গ্রিন লাইন-৩ লঞ্চটি —বাংলাদেশ প্রতিদিন

অল্পের জন্য বেঁচে গেছে ঢাকা-বরিশালগামী গ্রিন লাইন ওয়াটার ওয়েজের দুই শতাধিক যাত্রী। গতকাল সকালে ঢাকা থেকে যাত্রী বোঝাই করে বরিশাল যাওয়ার পথে মেঘনার মিয়ারচর চ্যানেলে দুর্ঘটনায় পড়ে লঞ্চটি। উত্তাল মেঘনায় ঢেউয়ের আঘাতে গ্লাস ভেঙে এমভি গ্রীন লাইন-৩ এর ৫ যাত্রী আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবস্থায় জাহাজটি গতকাল দুপুর ২টার দিকে বরিশালে এসে যাত্রীদের নিরাপদে নামিয়ে দিলেও সামনের একটি বড় গ্লাস ভেঙে যাওয়ায় বিকালে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার যাত্রা বাতিল করে। এতে চরম বিপাকে পড়েন গ্রীন লাইনের ঢাকাগামী যাত্রীরা। তারা বিক্ষুব্ধ হয়ে উঠলে নৌপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যাত্রীদের গতকাল সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকাগামী অন্যান্য লঞ্চে এবং গ্রীন লাইনের বাসে ঢাকার উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন গ্রীন লাইনের বরিশাল অফিসের ইনচার্জ মো. শামসুল আরেফিন লিপটন। গ্রীন লাইনের যাত্রীরা জানান, গতকাল সকাল ৮টায় ঢাকার লালকুটির ঘাট থেকে ২ শতাধিক যাত্রী নিয়ে এমভি গ্রীন লাইন-৩ বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটি উত্তাল মেঘনার মিয়ারচর চ্যানেল অতিক্রমকালে একটি বিশাল ঢেউ এসে জাহাজের সামনের গ্লাসের ওপর আছড়ে পড়ে। এতে জাহাজের সামনে বাম দিকের একটি গ্লাস ভেঙে ভিতরে পানি ঢুকে যায়। ভাঙা গ্লাস পড়ে আহত হয় বাবা-মেয়েসহ ৫ যাত্রী। এদের মধ্যে ঝালকাঠির রাজাপুর এলাকার বাসিন্দা মো. মিলন ও তার মেয়ে লামিয়াকে নগরীর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বরিশাল নৌ পুশিল থানার ওসি মো. বেলস্নাল হোসেন জানান, ঢেউয়ের আঘাতে গ্রীন লাইনের সামনের ৬ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থ একটি গস্নাস ভেঙ্গে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিআইডবিস্নউটিএ’র চেয়ারম্যান জাহাজটির ঢাকা যাত্রা বাতিলের নির্দেশ দেন।

সর্বশেষ খবর