রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
ট্রাফিক ক্যাম্পেইন

চালকদের সচেতন করতে পুলিশের হেলমেট বিক্রি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চালকদের সচেতন করতে পুলিশের হেলমেট বিক্রি

সিলেটে বিশেষ সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল নগরীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে নগরীর ব্যস্ততম চৌহাট্টা পয়েন্টে হেলমেট ও লুকিং গ্লাসের দোকান বসিয়েছে পুলিশ। মোটরসাইকেল চালকদের সচেতন করতেই ওই দোকান বসায় পুলিশ। ওই সড়ক দিয়ে যাতায়াতকারী যেসব মোটরসাইকেলের লুকিং গ্লাস বা চালকদের যাদের হেলমেট ছিল না, তাদের কাছে গ্লাস ও হেলমেট বিক্রি করে পুলিশ। তাত্ক্ষণিকভাবে মোটরসাইকেলে লাগিয়ে দেওয়া হয় লুকিং গ্লাস। এখন থেকে প্রতি শনিবার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এর আগে এ ক্যাম্পেইন উপলক্ষে সকালে র‌্যালি বের করে পুলিশ। র‌্যালিতে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর