শিরোনাম
রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা উজ্জ্বলতর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিল্প বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে দি ফেডারেল অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, যেভাবে শিল্প-কারখানা গড়ে উঠছে, তাতে বগুড়ায় অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা উজ্জ্বলতর। গতকাল মইন রিসোর্ট-এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। এ সময় বক্তারা আরও বলেন, বর্তমানে বগুড়ায় কৃষি যন্ত্রপাতি, পাটকল, কাগজকল, সিরামিক ইন্ডাস্ট্রিজ, ফিসফিড মিলস, রাইচ ব্র্যান্ড অয়েল মিলসসহ বিভিন্ন ধরনের শিল্প ও কলকারখানা গড়ে উঠেছে। ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের শিল্প বিশেষ করে কৃষিজাত শিল্প স্থাপন করে এলাকার অর্থনৈতিক উন্নয়ন বিকশিত করার সুযোগ ও সম্ভাবনা ক্রমশ উজ্জ্বলতর হচ্ছে। বক্তারা উল্লেখ করেন, বগুড়ার শিল্পের যে প্রতিবন্ধকতা রয়েছে, তা এফবিসিসিআই-এর মাধ্যমে সরকারের কাছে তুলে ধরে সমাধানের ব্যবস্থা করতে হবে। প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপিত মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন)।

 সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের সভাপতি  মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়াও এফবিসিসিআইর পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল হুদা চপল, প্রবীর কুমার সাহা, দিলিপ কুমার আগরওয়ালা, হাসিনা নেওয়াজ, রেজাউল করিম রেজনু ও আনোয়ার সাদাত সরকার। বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া চেম্বারের সাবেক সভাপতি আলহাজ ফজলুর রহমান পাইকাড়, সাবেক সহ-সভাপতি মাহফুজ সিদ্দিক লিটন।

সর্বশেষ খবর