রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নতুন দুই সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের নতুন দুটি সরকারি স্কুলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি পাওয়ায় জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির চাপ অনেকাংশে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, স্কুল দুটিতে এবার শুধু তৃতীয় শ্রেণীতে ভর্তি করা হবে। পঞ্চম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে ২০১৯ সালে। প্রতিটি স্কুলে দুই সেকশনে ১২০ জন করে ভর্তির সুযোগ পাবে। এর মধ্যে ৬০ জন ছাত্রী এবং ৬০ জন ছাত্র। তবে ক্ষেত্রবিশেষে এ সংখ্যা বেশিও হতে পারে। আগামী অক্টোবর মাসে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নতুন দুটি সরকারি স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে। নগরের পরেশ সাগর মাঠ সংলগ্ন জিলা স্কুলের নতুন ভবনে প্রাথমিকভাবে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। চলতি শিক্ষাবর্ষ থেকে নগরীর রূপাতলী ও কাউনিয়ায় নিজস্ব সাততলা ভবনে চলছে এই দুটি স্কুলের কার্যক্রম।

সর্বশেষ খবর