রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাড়ে ৪৩ লাখ টাকার সোনা আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪৩ লাখ টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার রাতে আবুধাবী থেকে আসা ফ্লাইটের ৪ যাত্রীর কাছ থেকে ৮টি সোনার বার জব্দ করা হয়। এসব সোনার ওজন ৮৭০ গ্রাম। শুল্ক গোয়েন্দা ও তদন্ত          অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, চার যাত্রী কোনো প্রকার ঘোযণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হচ্ছিলেন। এ সময় বিশেষ কায়দায় শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেটে লুকিয়ে রাখা অবস্থায় সোনাগুলো পাওয়া যায়।  পরে তাদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে বিমানবন্দরে পৃথক অভিযানে ৩৫ লাখ ৪০ হাজার টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল ভোরে গ্রিন চ্যানেলে সিগারেটের ৪২০টি কার্টন জব্দ করা হয়। ব্ল্যাক ব্র্যান্ডের এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। এর আগে শুক্রবার রাতে ১০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৭০টি কার্টন সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গতকাল ভোরে কুয়েত থেকে আসা একটি ফ্লাইটে নিষিদ্ধ সিগারেট আসছে এমন গোপন সংবাদে গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারিতে অবস্থান নেয়। পরে ৩ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে ৪টি মালিকবিহীন লাগেজ জব্দ করে। সেগুলো খোলার পরেই ৩০৩ এবং ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটগুলো পাওয়া যায়। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে দুবাই আসা আরেকটি ফ্লাইটে মালিকবিহীন দুটি লাগেজেও সিগারেট পাওয়া যায়। 

সর্বশেষ খবর