শিরোনাম
রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চীনে মুসলমানদের নির্যাতনে বিশ্ব মুসলিম উম্মা ব্যথিত

—— খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

চীন সরকার প্রায় ১০ লাখ উইঘুর মুসলমানকে ক্যাম্পে আটক রেখে বিভিন্নভাবে নির্যাতন করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল সংগঠনের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেন, মুসলমানদের ওপর চীন সরকারের এহেন জুলুম নির্যাতনের খবরে বিশ্বের কোটি কোটি মুসলমান অত্যন্ত ক্ষুব্ধ     ও ব্যথিত। জিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের ওপর পরিচালিত চীনের এ জুলুম নির্যাতন বন্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। বিবৃতিতে তারা বলেন, জিনজিয়াংয়ের উইঘুর মুসলমানরা দীর্ঘকাল যাবৎ চীনা কমিউনিস্ট পার্টি শাসিত সরকারের জুলুম নির্যাতনের স্টিম রোলারের শিকার। চীন বহু বছর যাবৎ উইঘুর মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করে রেখেছে। রমজান মাসে রোজা পালনে নিষেধাজ্ঞা, হিজাবধারী নারীদের পোশাক কেটে ছোট করে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা সেখানে ঘটছে প্রতিনিয়তই। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী জিনজিয়াং প্রদেশের অন্তত ১০ লাখ মুসলমানকে উগ্রবাদের অজুহাতে বিভিন্ন ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, কমিউিনিস্ট মতবাদ গ্রহণে বাধ্য করা হচ্ছে; যা সর্ম্পূণরূপে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা লংঘন।

সর্বশেষ খবর