সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় ব্রুনাই

এফবিসিসিআই নেতাদের সঙ্গে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য আরও বাড়াতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছে ব্রুনাই। ঢাকায় সফররত ব্রুনাইয়ের বাণিজ্য প্রতিনিধি দলের নেতারা জানিয়েছেন, আসিয়ানের শক্তিশালী সদস্য হিসেবে ব্রুনাই এই অঞ্চলে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বিকাশমান অর্থনীতির দেশ হওয়ায় দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে গভীর আগ্রহ প্রকাশ করছে ব্রুনাই। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন— এফবিসিসিআইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন ব্রুনাই বাণিজ্য প্রতিনিধি দলের নেতারা। এতে বক্তব্য দেন—ব্রুনাই বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান ও দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিব সিটি নোরিশান আবদুল গাফর, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক শারিতা মিল্লাত, প্রীতি চক্রবর্তী, হাফেজ হারুন অর রশিদ, এস. এম. শফিউজ্জামান, নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় গনিম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নূর রহমান ও ব্রুনাইয়ের বিদেশি বিনিয়োগ উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক ফেরদৌস হাজী আবদুল কাদের বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষে মূল বক্তব্য তুলে ধরেন। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ৬ শতাংশ হারে অর্জিত হচ্ছে, যা গত দু’বছরে ৭ শতাংশে উন্নীত হয়েছে। নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আগামী ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে তিনি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি ওষুধ, হিমায়িত খাদ্য ও স্বাস্থ্যখাতে যৌথ বিনিয়োগের জন্য ব্রুনাইকে আহ্বান জানান।

সভায় জানানো হয়, গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ১ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ব্রুনাইয়ে রপ্তানি করেছে। বিপরীতে ব্রুনাই থেকে শূণ্য দশমিক ১১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ব্রুনাইয়ে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে—কৃষিজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী ও নিট পোশাক। আর ব্রুনাই থেকে মূলত কেমিক্যাল পণ্য ও ইথিলিন পলিমার আমদানি করা হয়।

সর্বশেষ খবর