মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ কারখানা ১৩৭ : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক, রাজউক/সিডিএ/কেডিএ ও বুয়েট সদস্যদের সমন্বয়ে গঠিত রিভিউ প্যানেল ১৬৩টি কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে গতকাল প্রশ্নোত্তর পর্বে মো. মামুনুর রশিদ কিরণের (নোয়াখালী-৩) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী আরও জানান, চিহ্নিত ঝুঁকিপূর্ণ ১৬৩টি কারখানার মধ্যে ইতিমধ্যে ৩৯টি কারখানা বন্ধ ও ৪৭টি কারখানাকে আংশিক বন্ধ করা হয়েছে। বাকি কারখানাগুলোর সংস্কার কাজ চলছে। বর্তমানে একর্ডের সংস্কার কার্যক্রমের অগ্রগতির     হার ৮৬ শতাংশ এবং এলায়েন্সের হার ৯০ শতাংশ বলে জানান তিনি। মন্ত্রী বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১৩ সালের ২৪ নভেম্বর ইউরোপীয় ক্রেতা সংগঠন একর্ড, উত্তর আমেরিকার ক্রেতা সংগঠন এলায়েন্স ও জাতীয় উদ্যোগের আওতায় তিন হাজার ৭৮০টি কারখানার এসেসমেন্ট সম্পন্ন করেছে।

রফতানির তুলনায় আমদানি তিনগুণ দাবি নাকচ : সরকার দলীয় সদস্য সামশুল আলম চৌধুরীর সমপূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমাদের অর্থনীতি চমৎকার গতিতে এগুচ্ছে। ২০৪১ সালের মধ্যে আমাদের রপ্তানি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। রপ্তানির তুলনায় আমদানি তিনগুণ বেশি এমন দাবি নাকচ করে দিয়ে তোফায়েল আহমেদ বলেন, কথাটি সত্য নয়।

মেগা প্রকল্পের কারণে আমদানি ব্যয় বেড়েছে : সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভোক্তার সক্ষমতা বাড়ার কারণে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। খাদ্যশস্য আমদানি ও সরকারের অগ্রাধিকারভুক্ত মেগা প্রকল্পের কারণে দেশে আমদানি ব্যয় বেড়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যঘাটতি বাড়ার বেশ কিছু কারণ রয়েছে।

২৩ সেপ্টেম্বর ভারতের বাণিজ্যমন্ত্রী আসছেন : নবী নেওয়াজের (ঝিনাইদহ-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, সীমান্তবর্তী এলাকা দুই দেশের পণ্য বিক্রির উদ্যোগ হিসেবে বর্ডার হাট বসানো হয়। সরকার আরও কয়েকটি জায়গায় বর্ডার হাট বসানোর পরিকল্পনা করছে। আগামী ২৩ সেপ্টেম্বর ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসবেন।

ওই সফরেই বর্ডার হাটের বিষয়টি উপস্থাপন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর