মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সোহরাওয়ার্দীতে একই দিনে জাপা-গণফ্রন্টের সমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক

আগামী ৬ অক্টোবর একইদিনে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি ও গণফ্রন্ট। গত ৮ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যৌথ সভায় হুসেইন মুহম্মদ এরশাদ ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে পার্টির মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে, চারটি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন গণফ্রন্ট আগামী ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে। আগামী ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের জন্য অনুমতি চেয়ে ১২ আগস্ট গণপূর্ত অধিদফতর ও ১৮ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাবরে আবেদন করে গণফ্রন্ট। মো. জাকির হোসেন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ৬ অক্টোবর সমাবেশের জন্য গণফ্রন্টের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চলছে। আমরা আগে আবেদন করে থাকলে আমাদেরই অনুমতি দিতে হবে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় জানান, তারাও ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর