মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির ঐক্য অপরাধীদের বাঁচানোর জন্য : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির ঐক্যের উদ্যোগ দেশের জন্য নয়, এ উদ্যোগ অপরাধীদের চামড়া বাঁচানোর জন্য। রাজাকার, দুর্নীতিবাজ, খুনি, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক চক্রসহ সব অপরাধীকে নিয়ে জাতীয় ঐক্যের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতারা। এটি দেশের রাজনীতির ঐক্য নয়। এটি রাজনীতির জন্য একটা অশনিসংকেত।

গতকাল কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করা হচ্ছে। সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যার বিচার। এরকম একটি প্রেক্ষাপটে বিএনপি নেতারা বঙ্গবন্ধুর খুনিসহ সব অপরাধীকে নিয়ে একটি ঐক্য করার উদ্যোগ নিয়েছেন। সুতরাং বিএনপির নেতৃত্বে দেশের সব অপরাধী ঐক্যবদ্ধ হয়েছে।

এরপর কুষ্টিয়ার মিরপুরে একটি ফুটবল ম্যাচের উদ্বোধন শেষে হাসানুল হক ইনু ভেড়ামারায় ভারত থেকে আসা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর