শিরোনাম
বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নাটোরের দুটি আসনে প্রার্থী হতে চান দুলু

নাটোর প্রতিনিধি

আগামী নির্বাচনে নাটোর-২ (সদর) এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে লড়বেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দলীয় কোন্দল আর নাজুক সাংগঠনিক পরিস্থিতিতে নাটোর-৪ আসনে যোগ্য ও শক্তিশালী প্রার্থীর সংকটে রয়েছে বিএনপি। ফলে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে এ আসনে দলীয় প্রার্থী হতে দাবি তুলছেন দুই উপজেলার নেতা-কর্মী ও সমর্থকরা। এ আসনের সাবেক সংসদ সদস্য এম. মোজাম্মেল হক এলাকা ছাড়া। বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি একরামুল হক ২০১৪ সালের ২৮ ডিসেম্বর মারা যাওয়ায় বিএনপি নেতৃত্ব সংকটে পড়ে যায়। জানতে চাইলে গুরুদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আমজাদ হোসেন আমজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আজিজ দলীয় নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করেই আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন। অথচ তার বিরুদ্ধে তৃণমূলে পকেট কমিটি গঠন এবং সরকারি দলের সঙ্গে আঁতাত করে রাজনীতি করার অভিযোগ আছে। গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু বলেন, দলের সাংগঠনিক অবস্থা বিবেচনা করে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে এ আসনে প্রার্থী করা হলে দলে কোন্দল থাকবে না।

সর্বশেষ খবর