বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কেউ যেন অভিজাত বেকারে পরিণত না হয় : রাষ্ট্রপতি

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রপতি আবদুল হামিদ উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) শিক্ষার মান নির্ধারণ, তদারকিসহ বিশ্ববিদ্যালগুলোতে জবাবদিহি বাড়াতে আরও উদ্যোগী হতে বলেছেন। তিনি ইউজিসির উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পর কেউ যেন শিক্ষিত ও অভিজাত বেকারে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খবর বাসস।

রাষ্ট্রপতি গতকাল নগরীর একটি হোটেলে নবম ইউজিসি পদক প্রদান অনুষ্ঠানে ভাষণ দানকালে বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে আরও উদ্যোগী হতে হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩৯ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীর সংখ্যায় বাংলাদেশের স্থান বিশ্বে চতুর্থ। সময়োপযোগী শিক্ষানীতি ও এর সফল বাস্তবায়নের সুবাদে এ অর্জন সম্ভব হয়েছে। তিনি দেশে উচ্চশিক্ষার বিস্তারে বেসরকারি খাতের অবদানের প্রশংসা করার পাশাপাশি এ কথাও বলেন যে, শিক্ষার নামে বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সর্বশেষ খবর